বাগেরহাটের পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদ মডেল হাফিজিয়া মাদরাসার শিশু শিক্ষার্থী মো: মাহমুদ হাসান (১১) মাত্র ছয় মাসে কোরআনের হাফেজ হয়েছেন।
জুমাবার (৭ নভেম্বর) ওই মাদরাসায় আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও সহপাঠীরা তার এ কৃতিত্বে বরণ করে নেবেন।
মাহমুদ হাসান বলেন, ‘বাবা-মায়ের দোয়া ও শিক্ষকের পরিশ্রমের জন্যই আমি আজ কোরআনের হাফেজ হতে পেরেছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি।’
মাহমুদের বাবা মো: মামুন মোল্লা বলেন, ‘ছোটবেলা থেকেই মাহমুদ ধর্মীয় শিক্ষায় আগ্রহী ছিল। পরে গ্রামের মসজিদের মক্তবে আরবি শেখে। সেখানে কয়েক মাস পড়ার পরে হুজুরের পরামর্শে তাকে মডেল হাফিজিয়া মাদরাসায় ভর্তি করা হয়েছিল।
মাদরাসার শিক্ষকরা জানায়, মাহমুদ কায়দা, আমপারা ও নাজেরা শেষ করে দ্রুত কোরআন মুখস্থ শুরু করে। তার পড়ার আগ্রহ দেখে আমরা মুগ্ধ হয়েছি।
মাদরাসার পরিচালক ও কোর্ট মসজিদের খতিব আমেরিকা প্রবাসী মাওলানা রুহুল আমীন জানিয়েছেন, সাধারণত পুরো কোরআন মুখস্থ করতে শিক্ষার্থীদের আড়াই থেকে তিন বছর সময় লাগে। আবার কারো চার থেকে পাঁচ বছরও সময় লাগে কিন্তু মাহমুদের অসাধারণ জ্ঞান ও আল্লাহর অশেষ রহমতে সে মাত্র ছয় মাসে পুরো কোরআন মুখস্থ করেছে।



