বৈসাবির শেষ দিনে রাঙ্গামাটির বাঙ্গালহালিয়ায় আজ বুধবার অনুষ্ঠিত হলো মারমা সম্প্রদায়ের জলকেলী উৎসব।
মারমা জাতি গোষ্ঠির নতুন বর্ষ বরন উৎসব সাংগ্রাই। মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) এর আয়োজনে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে অনুষ্ঠিত হয় সাংগ্রাই জল উৎসব।
মং ঘণ্টা বাজিয়ে শুরু হয় জল কেলি উৎসব। জল উৎসব মারমা তরুণ-তরুণীরা কয়েকটি দলে অংশ নেয়।
মারমা সংস্কৃতিক সংস্থার (মাসস) উদ্যোগ আয়োজিত জল উৎসব অনুষ্ঠানে পানি ছিটিয়ে দিয়ে জলকেলির উদ্বোধন করেন কাপ্তাই সেনা জোন কমান্ডার লে: কর্নেল এসএম মাহমুদুল হাসান সোহাগ।
সাংগ্রাই রিলং পোয়ে উদযাপন কমিটির সভাপতি মং সুই প্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই জোনের উপ অধিনায়ক মেজর ফয়েজ আহমেদ, রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর হাসিব ইমাম, ক্যাপ্টেন আহসানুল হক কবির, সাংগ্রাই উদযাপন কমিটির আহবায়ক আদুমং মারমাসহ আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।
এর পর ছোট ছোট ডিঙ্গি নৌকায় রাখা পানি দিয়ে কয়েকটি দলে ভাগ হয়ে শুরু হয় জলকেলি। জলকেলির পাশাপাশি চলে সাংস্কৃতিক পরিবেশনা।
সাংগ্রাই গানের সুরে মারমা তরুণ-তরুণীরা একে অপরকে জল ছিটিয়ে দেন। রাঙ্গামাটির বিভিন্ন স্থান থেকে পাহাড়ি বাঙ্গালি মানুষের মিলন মেলায় পরিণত হয় সাংগ্রাই জল উৎসব।
মারমা সাংস্কৃতিক সংস্থা মাসসের সভাপতি মং সে প্রু জানান, 'প্রতি বছর মারমা সম্প্রদায় এ উৎসবটির জন্য আমরা অপেক্ষায় থাকে। পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে এবারো মারমা সম্প্রদায়ের পক্ষ থেকে জলকেলিসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জলকেলিতে সকল সম্প্রদায়ের উপস্থিতিতে একটি মিলন মেলা হয়। জল উৎসবকে ঘিরে বসে গ্রামীণ লোকজ মেলা।
আগামাী ১৯ এপ্রিল রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে মারমা সম্প্রদায়ের জলকেলি জলোৎসব শেষ হবে।