এনায়েতপুরে দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভা

সিরাজগঞ্জ-৫ আসনে শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মুহাম্মদ আবদুল হাই, চৌহালী (সিরাজগঞ্জ)

Location :

Chauhali
এনায়েতপুরে দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভা
এনায়েতপুরে দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভা |নয়া দিগন্ত

সিরাজগঞ্জ-৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এনায়েতপুর থানার গোপালপুর মসজিদ রোড চত্বরে জনসভায় সভাপতিত্ব করেন জামায়াত নেতা মাওলানা শাহ আলম।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ আলী আলম।

এসময় এনায়েতপুর থানা জামায়াতের আমির ডাক্তার সেলিম রেজা, সেক্রেটারি ডাক্তার মোফাজ্জল হোসেন, বেলকুচি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ শামীম, দৌলতপুর ইউপি সাবেক চেয়ারম্যান রফিক উল্লাহ খন্দকার ও গোপালপুর সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।

জনসভা পরিচালনা করেন এনায়েতপুর থানা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোল্লা মো: আব্দুস সালাম।