ভালুকায় অচেতন করে ৩৫ লাখ টাকার মালামাল লুট, অসুস্থ ৮

শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে ধীতপুর ইউনিয়নের বাদেপুরুড়া গ্রামের রফিকুল ইসলাম সরকার রনুর বাড়িতে এ ঘটনা ঘটে।

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Bhaluka
ভালুকা মডেল থানা
ভালুকা মডেল থানা |সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুরে দু’জন অতিথিসহ এক পরিবারের আটজনকে অচেতন করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুবৃত্তরা।

শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে ধীতপুর ইউনিয়নের বাদেপুরুড়া গ্রামের রফিকুল ইসলাম সরকার রনুর বাড়িতে এ ঘটনা ঘটে।

পরে অসুস্থ ৬ জনকে ভালুকা সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অচেতন অন্য দু‘জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থরা হলেন- রফিকুল ইসলাম সরকার রনু (৬০), তার স্ত্রী রহিমা খাতুন (৫৫), তার প্রবাসী দুই ছেলের স্ত্রী ইতি আক্তার (২৫) ও বিপাশা আক্তার (১৮), নাতি জিম (৯) ও নতনী তানহা আক্তার (৭)। এছাড়াও বেড়াতে আসা ছেলের শ্বশুর বাবুল খান (৫৫) ও শাশুড়ি রিনা আক্তার (৪৫)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপরের পর থেকেই পরিবারের সবাই ঝিমুতে শুরু করেন। রাতের দিকে তারা ঘুমিয়ে অচেতন হয়ে পড়েন। একপর্যায়ে দুর্বৃত্তরা ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। এ সময় নগদ টাকা, প্রবাস থেকে আনা স্বর্ণালংকারসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুটে নেয়।

এদিকে, গভীর রাতে বাড়ির এক সদস্য সামান্য চেতনা ফিরে পেলে ঘরের মালামাল তছনছ অবস্থায় দেখতে পান। তিনি মোবাইলে ঘটনাটি তাদের এক স্বজনকে জানান।

পরে, সরকারি সেবা নম্বর ৯৯৯ এ কল পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

স্থানীয়রা চিকিৎসার জন্যে অচেতন আটজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেন। অপর দু’জন বাবুল খান ও রহিমা খাতুনকে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় ভালুকা মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে।

ভালুকা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।