দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বর্ষীয়ান সাংবাদিক নেতা আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মুন্সীগঞ্জ জেলার রাজনৈতিক ও সাংবাদিক মহল।
শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি নেতা মিজানুর রহমান সিনহা, মীর সরাফত আলী সপু, আব্দুল্লাহ, আব্দুস সালাম আজাদ, আসাদুজ্জামান রিপন, মহিউদ্দিন, কামরুজ্জামান রতনসহ দলের অন্য নেতৃবৃন্দ।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস, জেলা সেক্রেটারি ও মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ফখরুদ্দীন রাজী, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এ বি এম ফজলুল করীম শোকবার্তা দিয়েছেন। একইসাথে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম ও সেক্রেটারি মোহাম্মদ আল-আমিন প্রমুখ শোক প্রকাশ করেছেন।
এছাড়া মুন্সীগঞ্জ প্রেস ক্লাবসহ জেলা ও উপজেলা পর্যায়ের সকল সাংবাদিক সংগঠনের নেতারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতারা বলেন, ‘আলমগীর মহিউদ্দিন ছিলেন এক সাহসী সাংবাদিক, যিনি দেশ ও জাতি গঠনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদী ছিলেন এবং কখনো কারো কাছে মাথা নত করেননি। তার ক্ষুরধার লেখনী দেশের মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’
তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, ‘আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করুন।’