সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের (৯০) দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ জোহর টাঙ্গাইলের বিন্দুবাসীনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে টাঙ্গাইলের সন্তোষে নিজ বাড়িতে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়।
মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে ঢাকার গুলশানে তার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
জানাযা নামাজে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, আহমেদ আজম খান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জামায়াতে ইসলামীর জেলা আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য আহসান হাবীব মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ১৯৮৮ সালে জাতীয় পার্টির হয়ে টাঙ্গাইল সদর আসন থেকে প্রথম এমপি নির্বাচিত হন। সেই সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর বিএনপি থেকে একাধিকবার এমপি নির্বাচিত হন তিনি।



