বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দলীয় নেতাকর্মীসহ হাজারো মানুষের ঢল নামে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার মোকামতলা ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোকামতলা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।
এ সময় তিনি তরুণ সমাজকে নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্বশীলতার সাথে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাছেত, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আছার উদ্দিন, সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি সাজেদুর রহমান জুয়েল, শিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট শাকিল উদ্দীন, বগুড়া জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির প্রমুখ।
এ সময় মোকামতলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শামছুল আলম, সেক্রেটারি মোহাম্মদ আলী মর্তুজা, জামায়াত নেতা নুরুল ইসলাম আকন্দ, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি নুরনবী ইসলাম, রফিকুল ইসলাম ও আব্দুর রাজ্জাকসহ উপজেলা জামায়াত-শিবির ও যুব বিভাগের বিভিন্ন স্তরের হাজারো নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে বাদ মাগরিব এক বিশাল মিছিল বের করেন জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি মোকামতলা বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনাতলা রোডের মোড়ে এক পথসভার মাধ্যমে শেষ হয়।



