ময়মনসিংহে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা-২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর টাউন মাঠে মেলার উদ্বোধন করা হয়।
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ।
মেলা উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মো: সাইফুর রহমান, লেখক ও গবেষক অধ্যাপক ফয়জুল লতিফ চৌধুরী, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খালিদ হোসেন।
এ সময় প্রশাসনের কর্মকর্তা ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা।
এবারের বইমেলা সরকারি-বেসরকারি ৭২টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।



