আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বাংলাদেশে ইসলামের পক্ষের এখন একটাই বাক্স, সেটা ইসলামী আন্দোলন বলে মন্তব্য করেছেন দলটির আমির চরমোনাই পীর মুফতি মোহাম্মদ রেজাউল করিম।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে দলটির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসলামী আন্দোলনের রংপুর মহানগর সভাপতি আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবার রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের সহ সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, রংপুর-৩ আসনের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল, রংপুর-২ আসনের প্রার্থী এটিএম গোলাম মোস্তফাসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
চরমোনাই পীর বলেন, ৫৪ বছরে বাংলাদেশের কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয় নাই। বাংলাদেশের রন্দ্রে রন্দ্রে দুর্নীতিতে ভরা। ইসলামী আন্দোলনের প্রার্থীরা বিজয়ী হলে দুর্নীতি থাকবে না। সর্বক্ষেত্রে সর্বশ্রেণির পেশাজীবী মানুষের মুখে হাসি ফোটানো হবে।
পরে তিনি রংপুরের ৬ টি আসনে প্রার্থীদের হাতে হাতপাখা তুলে দিয়ে সবাইকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।



