রংপুরে যাছাই-বাছাইয়ের সময় এনসিপি ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে হৈচৈর ঘটনা ঘটেছে। এসময় জাতীয় নাগরিক পার্টির নেতা আখতার হোসেন জাতীয় পার্টিরকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানান। জাতীয় পার্টির প্রার্থীও দাবি করেন জুলাই অভ্যুত্থানে তারা ভূমিকা রেখেছে। এদিকে ৩ ও ৪ আসনে ১৪ জনের মনোনয়ন বৈধ এবং ছয়জনের বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪টায় রংপুর ডিসি অফিসের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী আবু নাছের শাহ মো: মাহবুবুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এসময় করতালী দেয় জাতীয় পার্টির নেতাকর্মীরা। অপরপাশে থাকা এনসিপির নেতাকর্মীরা এর প্রতিবাদ জানান। শুরু হয় দুই পক্ষের মধ্যে হৈচৈ। পরে আখতার হোসেন সম্মেলন কক্ষ ত্যাগ করে চলে যান নেতাকর্মীদের নিয়ে।
এর আগে জাতীয় পার্টির মাহবুবের মনোনয়ন যাছাই-বাছাইয়ের সময় এনসিপির মহানগর সাংগঠনিক সম্পাদক আলমগীর নয়ন রিটার্নিং কর্মকর্তাকে উদ্দেশ্যে বলেন, তার নামে জুলাই বিপ্লবের মামলা আছে। যারা ফ্যাসিবাদের দোসর তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হোক।
এসময় রিটার্নিং কর্মকর্তা বলেন, এখানে নিয়ম অনুযায়ী আইনশৃঙখলা বাহিনী এ বিষয়ে মতামত দিবে। তখন সেখানে উপস্থিত প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনও একই অভিযোগ করে বলেন, ‘ আমরা জাতীয় পার্টির এই প্রার্থীর ব্যাপারে আপনার কাছে আপত্তি দিয়ে রাখলাম। এরপর রিটার্নিং কর্মকর্তা জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করলে দুইপক্ষের মধ্যে হৈচৈ ও উত্তেজনা শুরু হয়।’
এসময় রিটার্নিং কর্মকর্তাকে বলতে শোনা যায়, আপনারা কেউ নির্বাচনী আচরণবিধি লংঘন করবেন না। তার কথা শেষ হতে না হতেই আবারও আপত্তি জানিয়ে আখতার হোসেন নেতাকর্মীদের নিয়ে হলরুম ত্যাগ করেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
এসময় আখতার অভিযোগ করেন আইনের মারপ্যাচে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ করে দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচেছ। আগামী নির্বাচেনে জাতীয় পার্টিকে অযোগ্য ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন তিনটি ইস্যুতে জামায়াতের সাথে জোট করেছে এনসিপি। আসন সমঝোতার বিষয়টি এখনও সুরাহা হয় নি। খুব শীঘ্রই হবে।
এ ব্যপারে কথা বলেন, জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান বলেন, ‘অনেক মামলা হয়েছে। যেটি প্রধান উপদেষ্টাও জানেন। আইনশৃঙখলা বাহিনী সঠিক সিদ্ধান্ত দিয়েছে। ২৪ এর জুলাই বিপ্লবে জাতীয় পার্টি অংশ নিয়েছে। ভোটের মাঠেই সেটা প্রমাণ হবে।
রংপুর ৩ ও ৪ আসনে বৈধ ১৪ বাতিল ৬
রংপুর ৩ আসনে জিএম কদেরসহ ৭ জনের মনোনয়ন বৈধ এবং তিনজনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
শুক্রবার (২ জানুয়ারি) রংপুর ডিসি অফিসের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে রংপুর-৩ আসনের যাচাই-বাছাই কার্যক্রম। আসনটিতে মোট ১০ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ৩ জনের বাতিল এবং ৭ জনের মনোয়ন বৈধ হয়।
যাছাই বাছাইয়ে আরপিও অনুযায়ী একভাগ ভোটে অসংগতি থাকায় স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান, হোল্ডিং ট্যাক্স এর টাকা পরিশোধ না করায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মার্কসবাদীর আনোয়ার হোসেন বাবলু এবং টেলিফোন বিলের বকেয়ার কারণে গ্রেফতারি পরোয়ানা থাকায় খেলাফত মজলিসের তৌহিদুর রহমান রাজুর মনোনয়ন বাতিল করা হয়েছে।
এছাড়া এই আসনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির জিএম কাদের, বিএনপি’র সামসুজ্জামান সামু জামায়াতের মাহবুবুর রহমান বেলাল, ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের আব্দুল কুদ্দুস, বাংলাদেশ খেলাফত মজলিসের নুর আলম সিদ্দিক এবং তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।
রিটা রহমানের আগের নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন। মনোনয়ন চেয়ে না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন।
অন্যদিকে দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত যাছাইবাছাই করা হয় রংপুর-৪ আসনের মনোনয়ন পত্র। এই আসনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন সহ ৭ জনের মনোনয়ন বৈধ এবং তিনজনের বাতিল করা হয়।
যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থীর একভাগে অসঙ্গতি এবং সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স বাকি থাকায় শাহ আলম বাসার, নির্বাচন কমিশন কর্তৃক এবিএম রুহুল আমিন হাওলাদারের স্বাক্ষর জাতীয় পার্টি হিসেবে স্বীকৃত না হওয়ায় এবং ট্রেড লাইসেন্সের টাকা পরিশোধ না করায় জাতীয় পার্টি হিসেবে আবেদনকারী আব্দুস সালাম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক ভাগে অসংগতি থাকায় জয়নুল আবেদীনের প্রার্থিতা বাতিল করা হয়।
এই আসনে বৈধ হওয়া প্রার্থীরা হলেন, জাতীয় নাগরিক পার্টির আখতার হোসেন, বিএনপি’র এমদাদুল হক ভরসা, জাতীয় পার্টির আবু নাসের শাহ মো: মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলনের জাহিদ হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রগতি বর্মন তমা, বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায়, বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান যাছাইবাছাইয়ের তথ্য জানিয়ে বলেন, ‘বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন। আচরণ বিধি মানার ক্ষেত্রে প্রার্থীদের সহযোগিতায় সন্তুষ্ট হওয়ার কথাও জানান তিনি।
এখন পর্যন্ত মোটা দাগে আচরণ বিধি লঙ্ঘনের কোনো অভিযোগ বা তথ্য নেই জানিয়ে রিটার্নিং কর্মকর্তা আরো বলেন, ‘মাঠে নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ আচরণ বিধি ফলো করছেন। একটি গ্রহণযোগ্য সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল আয়োজন করা হয়েছে। তিনি ভোটার ও প্রার্থীদের সহযোগিতা চান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রংপুর এক ও দুই আসনের যাচাই-বাছাইয়ে ১৩ জনপ্রার্থী বৈধ হয়। এক আসরে জাতীয় পার্টির মনজুম আলীর দ্বৈত নাগরিকত্বের কারণে মনোনয়ন বাতিল হয়।



