সীতাকুণ্ডে বাস খাদে পড়ে নিহত ৫, আহত ২০

বাড়তে পারে মৃতের সংখ্যা

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস খাদে পড়ে পাঁচজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

নজরুল ইসলাম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

Location :

Sitakunda
সীতাকুণ্ডে বাস খাদে পড়ে নিহত ৫, আহত ২০
সীতাকুণ্ডে বাস খাদে পড়ে নিহত ৫, আহত ২০ |নয়া দিগন্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস খাদে পড়ে পাঁচজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মীরহাট বটতল এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী দ্রুতগামী সিডিএম বাসটি উপজেলার বটতল এলাকা অতিক্রমের সময় একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলের মহাসড়কের পাশেই আমার বাড়ি। দুর্ঘটনার আওয়াজ শুনে দ্রুত ঘটনাস্থলে যাই। তখন ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তখন উদ্ধার তৎপরতা অংশ নেয়। এতে ঘটনাস্থলেই চারজনের লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এতে কমপক্ষে ২০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেরই হাত পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের আর্তচিৎকারে পরিবেশ ভারি হয়ে ওঠে।

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: সানজিদা জানান, হাসপাতালে নিয়ে আসার পর আরো একজন মারা যান। আহতদের মধ্যে বেশির ভাগেরই অঙ্গহানী হয়েছে। তবে রাত ৮টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি কোনো সংস্থা।

ডা: সানজিদা আরো জানান, প্রায় ২০ জনকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।