গোপালগঞ্জের মুকসুদপুরে খালাতো বোনের বিয়েতে এসে পানিতে ডুবে মিম আক্তার (১৩) নামে এক কিশোরী মারা গেছে। এসময় অপর খালাতো বোন সামিয়া আক্তারকে (১০) অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১১ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে মুকসুদপুর উপজেলার লাখাইরচর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মিম আক্তার ঢাকার সাভারের গড়িয়াপুর গ্রামের জাকির শেখের মেয়ে ও সপ্তম শ্রেণির ছাত্রী। আহত সামিয়া ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে ও চতুর্থ শ্রেণির ছাত্রী। এরা দুইজনই খালাতো বোন।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
মিমের খালু আজগর আলী ফকির জানিয়েছেন, আমার মেয়ের বিয়েতে পরিবারের সাথে মিম আক্তার ও সামিয়া বেড়াতে আসে। আজ সকালে দু’জনে বাড়ির পাশের কুমার নদে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে মিম পানিতে তলিয়ে যায়। এসময় মিমকে বাঁচাতে গিয়ে সামিয়াও পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মিমকে মৃত ঘোষণা করেন। অপরদিকে উন্নত চিকিৎসার জন্য সামিয়াকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মো: মোস্তফা কামাল বলেন, ‘নদে গোসল করতে নামে দুই খালাতো বোন। একজন মারা গেছে। অপরজন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’