গাংনীতে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতের বিভিন্ন সময় গাংনী থানা পুলিশের একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Gangni
গাংনী থানা
গাংনী থানা |সংগৃহীত

মেহেরপুরের গাংনী থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমণ আইনে মামলা রয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতের বিভিন্ন সময় গাংনী থানা পুলিশের একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও লক্ষিনারায়নপুর গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে এনামুল হক, তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেঁতুলবাড়িয়া গ্রামের নাজির হোসেনের ছেলে টিপু মিয়া (৪৮), একই উপজেলার বাহাগুন্দা গ্রামের সুলতান আহমেদের ছেলে, ধানখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলীহিম (৫৫), হেমায়েতপুর গ্রামের গঞ্জের আলী বিশ্বাসের ছেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা হুমায়ন কবীর এবং চককল্যাণপুর গ্রামের জৌলুস আলীর ছেলে আওয়ামী লীগ নেতা শরীফুল ইসলাম।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামিদের আজ শুক্রবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে।