বরগুনার বেতাগীতে জামায়াতের কর্মী সম্মেলন

গত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামী বহুবার ধ্বংস করতে চাইছে কিন্তু ধ্বংস করতে পারেনি। বাংলার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।

বেতাগী (বরগুনা) সংবাদদাতা

Location :

Betagi
বরগুনার বেতাগীতে জামায়াতের কর্মী সম্মেলন
বরগুনার বেতাগীতে জামায়াতের কর্মী সম্মেলন |নয়া দিগন্ত

বরগুনার বেতাগীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকাল ৯টার দিকে বেতাগী মডেল মসজিদ সংলগ্ন এই কর্মী সম্মেলন হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো: সাইদুল ইসলাম সোহরাবের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি প্রভাষক মো: শাহাদাতে হোসেন মুন্নার সঞ্চলনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা ও অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দীন খান রাযী, বিশেষ অতিথি জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির ও বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনের মনোনীত প্রার্থী ডা: সুলতান আহমেদ, বিশেষ অতিথি বরগুনা জেলা জামায়াত আমির অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন, বিশেষ অতিথি বরগুনা জেলা সেক্রেটারি মো: আসাদুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি মো: শামীম আহসান।

এসময় বক্তারা বলেন, গত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামী বহুবার ধ্বংস করতে চাইছে কিন্তু ধ্বংস করতে পারেনি। বাংলার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।