কাউখালীতে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার বেতবুনিয়ার পূর্ব সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

Location :

Rangamati
কাউখালী থানা
কাউখালী থানা |নয়া দিগন্ত

আরিফুল হক মাহবুব, কাউখালী (রাঙ্গামাটি)

রাঙ্গামাটির কাউখালীতে ঠিকাদারি প্রতিষ্ঠানের পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে জসিম উদ্দিন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরো এক শ্রমিক।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার বেতবুনিয়ার পূর্ব সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন রাঙ্গুনিয়া উপজেলার জঙ্গল পারুয়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও একাধিক সূত্র জানায়, চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী পরাগ বড়ুয়া ও তার ম্যানেজার আক্তার হোসেন উপজেলার বেতবুনিয়া পূর্ব সোনাইছড়ি এলাকায় সেতু নির্মাণের পর ব্লকে মাটি দেয়ার জন্য ভেকু মেশিন দিয়ে পাহাড় কেটে ড্রাম ট্রাকে বোঝাই করছিলেন। এ সময় উপর থেকে পাহাড় ভেঙে পড়ে শ্রমিক জসিম উদ্দিন মাটিচাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে পাশের রাউজান জেকে মেমোরিয়াল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর ঠিকাদারি প্রতিষ্ঠান ঘটনা আড়াল করতে তড়িঘড়ি করে ওই শ্রমিকের লাশ তার বাড়ি পৌঁছে দিয়ে দাফনের আয়োজন সম্পন্ন করার চেষ্টা চালায়। পরে খবর পেয়ে কাউখালী থানা পুলিশ পুনরায় রাঙ্গুনিয়া থেকে জসিমের লাশ উদ্ধার করে কাউখালী থানার অধিনস্থ বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির হেফাজতে নেয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত জসিমের লাশ সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান রাউজান হাসপাতাল থেকে তার বাড়িতে নিয়ে দাফন করে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু আমরা খবর পাওয়ার পর লাশ আমাদের হেফাজতে নিয়েছি। আইনিপ্রক্রিয়া শেষে ময়নাতদন্তের মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে কাউখালী থানায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে। তবে ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পাহাড় কাটতে গিয়ে শ্রমিক মারা যাওয়ার ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রাসঙ্গিকতা সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, আপাতত আইনিপক্রিয়া শেষ করতে অপমৃত্যু মামলা হচ্ছে। তবে পরে কেউ বাদি হলে নিয়মিত মামলা হবে।