আগামী জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবি আদায়ে টাঙ্গাইলের মির্জাপুরে মোটরসাইকেল শোডাউন করেছে জামায়াতে ইসলামী মির্জাপুর শাখা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাদ আছর বংশাই জামে মসজিদ থেকে একটি মোটরসাইকেল শোডাউন মির্জাপুর উপজেলা সদর প্রদক্ষিণ শেষে উপজেলা গোড়াই শিল্পাঞ্চল গিয়ে শেষ হয়।
টাঙ্গাইল-৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার ও উপজেলা আমির অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ মোটরসাইকেল শোডাউনের নেতৃত্ব দেন।
মোটরসাইকেল শোডাউন পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা আমির অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ আট দলের পাঁচ দফা দাবি মানতে হবে। দেশের মানুষ জুলাই সনদে আইনি ভিত্তি চায়।’
এসময় তিনি অবিলম্বে এ দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।



