সাভারে ব্যবসায়ীকে ২ চোখ উপড়ে ও লিঙ্গ কেটে হত্যা

পুলিশ তার লাশ উদ্ধার করে শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
প্রতীকী ছবি

ঢাকার সাভারের আমিনবাজারে দেলোয়ার হোসেন (৫০) নামের এক ব্যবসায়ীকে দুই চোখ উপড়ে এবং লিঙ্গ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

তিনি আমিনবাজার ইউনিয়নের বড়দেশীর উত্তর পাড়া গ্রামের মরহুম মোকলেছুর রহমানের ছেলে।

পুলিশ তার লাশ উদ্ধার করে শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে তার নিজ বসতঘরে একাই ঘুমিয়ে পড়েন। এসময় তার স্ত্রী ও সন্তান বাসায় ছিল না।

শুক্রবার দুপুরে তার কোনো সাড়া-শব্দ না ফেলে প্রতিবেশীরা থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করেন।

সাভার মডেল থানার এসআই জাকির আল-আহসান নয়া দিগন্তকে জানান, উদ্ধার হওয়া লাশের দুই চোখ উপড়ে ফেলা হয়েছে এবং লিঙ্গ কেটে দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে শুক্রবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে মনে হয়।