বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে সোমবার নানা কর্মসূচী পালিত হয়েছে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogra Sadar
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে নানা কর্মসূচী পালিত হয়েছে।

এসব কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, ড্যাবের সহযোগিতায় জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বাদ জোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল ও বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি।

কর্মসূচীতে জেলা বিএনপির প্রতিটি উপজেলা, শহর ও পৌর শাখার হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন। এসব কর্মসূচিতে অংশ নেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় সদস্য কাজী রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন চান, ফজলুল বারী তালুকদার বেলাল, আলী আজগর হেনা, অধ্যাপক ডা: শাহ মো: শাহজাহান আলী, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, মোশারফ হোসেন চৌধুরী, সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, অধ্যাপক ডা: আজফারুল হাবিব রোজ, ডা: আব্দুল ওয়াহাব, ডা: ইউনুস আলী, নাজমা আকতার, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।