খাগড়াছড়িতে ত্রিপুরাদের বর্ষবরণ উৎসব শুরু

এই উৎসবে ঘরে ঘরে নানা প্রকার সবজি দিয়ে তৈরি বিশেষ খাবার পাজন দিয়ে অতিথি আপ্যায়ন করা হচ্ছে। আর আগামীকাল সোমবার মারমাদের সাংগ্রাই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে।

খাগড়াছড়ি প্রতিনিধি
ত্রিপুরাদের বর্ষবরণ উৎসব শুরু
ত্রিপুরাদের বর্ষবরণ উৎসব শুরু |নয়া দিগন্ত

খাগড়াছড়িতে ত্রিপুরাদের বর্ষবরণ উৎসব বৈসুর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রোববার (১৩ এপ্রিল) চাকমাদের উৎসবের দ্বিতীয় দিন (মূল বিজু) পালন করা হচ্ছে।

এই উৎসবে ঘরে ঘরে নানা প্রকার সবজি দিয়ে তৈরি বিশেষ খাবার পাজন দিয়ে অতিথি আপ্যায়ন করা হচ্ছে। আর আগামীকাল সোমবার মারমাদের সাংগ্রাই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে।

ত্রিপুরাদের বর্ষবরণ উৎসব বৈসুর প্রথম দিনকে বলা হয় হারিবৈসু। এদিন ভোরে ত্রিপুরা জনগোষ্ঠীর নারী পুরুষ শিশুরা ভোরে ঘুম থেকে উঠে ঘরদোর পরিষ্কার করে, গোসল করে তাদের ঐতিহ্যবাহী পোষাক, গয়না পরিধান করে পাহাড়ি নদী, ছড়া-খালে গিয়ে বিশেষ প্রার্থনা করে। বাহারি রঙের ফুল কলাপাতায় সাজিয়ে মোমবাতি, আগরবাতি জ্বালিয়ে গঙ্গাদেবীর উদ্দেশে নিবেদন করে। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেয়।’

এ সময় তরুণী নিজেদের হাতে তৈরি করা ছোট ছোট রিসা বা ওড়না ফুলসহ পানিতে ভাসিয়ে দেয়। ছোট ছোট ছেলে-মেয়েরা ছড়ার পানিতে হই হুল্লোড় করে একে অপরকে পানি ছিটিয়ে বড়দের সাথে আনন্দে মেতে উঠে।

এ উৎসবে সংহতি প্রকাশ করে শামিল হন প্রশাসনে কর্মরত নারী ও কর্মকর্তারা। এ উৎসবকে ঘিরে ত্রিপুরা সম্প্রদায়ের অনেকে নতুন বছরের মঙ্গল কামনায় মাতাই পুকুরি বা দেবতা পুকুরে পূজা দিতে যান।