দাগনভূঞায় পারিবারিক বিরোধে স্ত্রীর হাতে স্বামী খুন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
পারিবারিক বিরোধে স্ত্রীর হাতে স্বামী খুন
পারিবারিক বিরোধে স্ত্রীর হাতে স্বামী খুন |নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে পৌর এলাকার জগতপুর গফুর ভান্ডারি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন (৪৫) ওই বাড়ির বাসিন্দা এবং ঘাতক স্ত্রী সাবিনা ইয়াসমিন (৪২) বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, আলমগীর হোসেনের দুটি বিবাহ ছিল। প্রথম স্ত্রী সাবিনা ইয়াসমিনের সাথে তার এক পুত্র সন্তান রয়েছে। দ্বিতীয় স্ত্রীর সাথে বিরোধের কারণে মঙ্গলবার ভোরে তিনি প্রথম স্ত্রীর বাড়িতে ফিরে আসেন। এরপর শুরু হয় বাকবিতণ্ডা, যা সময়ের সাথে তীব্র আকার ধারণ করে। বেলা বাড়ার সাথে সাথে উত্তেজনা বেড়ে যায়। একপর্যায়ে সাবিনা ইয়াসমিন ঘরে থাকা দা দিয়ে স্বামী আলমগীর হোসেনকে তিনটি কোপ মারেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পর স্ত্রী ঘরে স্থিরভাবে দাঁড়িয়ে থাকেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।