ভোলার বোরহানউদ্দিনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে বোরহানউদ্দিন উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত ও শান্তি কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন।
তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের বিনিময়েই আজ স্বাধীন বাংলাদেশ। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরা জরুরি।
অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাকসুদুর রহমান, বোরহানউদ্দিন থানার সেকেন্ড অফিসার অসীম কুমার, উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মণ্ডল, মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার মেহেদী মাসুদ, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি অন্তর হাওলাদার, প্রেস ক্লাব সভাপতি ফয়সাল আহমেদসহ স্থানীয় সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।



