নওগাঁর ধামুইরহাট থানায় এইচএসসি’র প্রশ্নপত্র ফাঁস : ওসিসহ ৪ পুলিশ প্রত্যাহার

আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র কয়েকটি ট্রাংককে নওগাঁর ধামুইরহাট থানায় রক্ষিত রাখা হয়। প্রশ্নপত্রের ট্রাংকগুলো থানার মালখানা ঘরে রাখার কথা ছিল। কিন্তু মালখানার জায়গা সংকটের কারণে প্রশ্নপত্রে একটি ট্রাংক হাজতখানার ঘরে রাখা হয়।

নওগাঁ প্রতিনিধি

Location :

Naogaon
নওগাঁর ধামুইরহাট থানায় এইচএসসি’র প্রশ্নপত্র ফাঁস : ওসিসহ ৪ পুলিশ প্রত্যাহার
নওগাঁর ধামুইরহাট থানায় এইচএসসি’র প্রশ্নপত্র ফাঁস : ওসিসহ ৪ পুলিশ প্রত্যাহার |নয়া দিগন্ত

নওগাঁর ধামুইরহাট থানায় ট্রাংকে রক্ষিত থাকা এইচএসি প্রশ্নপত্র ফাঁস হওয়া বা ট্রাংকের তালা খোলা অবস্থায় পাওয়ার ঘটনায় ওই থানার অফিসার ইনচার্জ(ওসি)সহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২২ জুন) বিকেলে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) শরিফুল ইসলাম নয়াদিগন্তকে এ তথ্য জানান।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- ধামুইরহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর মালেক, সদস্য (কনস্টেবল) রেজুয়ানুর রহমান, মেহেদী হোসেন ও আতিকুর রহমান।

এর আগে ওই থানার উপ-পরিদর্শক(এসআই) জাকিরুল ইসলাম ও কনস্টেবল ইকবাল হোসেনকে প্রত্যাহার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার শরিফুলল ইসলাম জানান, আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র কয়েকটি ট্রাংককে নওগাঁর ধামুইরহাট থানায় রক্ষিত রাখা হয়। প্রশ্নপত্রের ট্রাংকগুলো থানার মালখানা ঘরে রাখার কথা ছিল। কিন্তু মালখানার জায়গা সংকটের কারণে প্রশ্নপত্রে একটি ট্রাংক হাজতখানার ঘরে রাখা হয়। ঘটনার দিন মঙ্গলবার ওই হাজতখানায় একজন মাদক মামলার আসামি হয়। গভীর রাতে ওই আসামি হাতের নখের দ্বারা ট্রাংকের সিলগালা তুলে ট্রাংকের ভেতরের প্যাকেটবন্ধ প্রশ্নপত্রগলো খুলে ফেলেন। প্রশ্নপত্রগুলো ছড়িয়ে-ছিটিয়ে ফেলে ও কয়েকটি প্রশ্নপত্র ছিঁড়ে ফেলে। পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে ওইদিনই ওই হাজতখানার দায়িত্বে থাকা ওই থানা পুলিশ উপ-পরিদর্শক জাকিরুল ইসলাম ও কনস্টেবল ইকবাল হোসেনকে প্রত্যাহার করে নওগাঁ পুলিশ লাইনে নেয়া হয়।

দায়িত্বে অবহেলার কারণে আজ ধামুইরহাট থানার অফিসার ইনচার্জ(ওসি)সহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় ওই থানার ছয়জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হলো।

উল্লেখ্য, গতকাল শনিবার রাজশাহী শিক্ষাবোর্ড এ ঘটনার কারণে ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বাতিল করেছে।