কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গ সংগঠন জিয়া পরিষদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ১৫ নভেম্বর রাতে উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী নতুন বাজারস্থ জিয়া পরিষদে এ ঘটনাটি ঘটে।
অগ্নিকাণ্ডে জিয়া পরিষদের দু'চালা টিনশেড অফিস ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এঘটনায় ১৫ নভেম্বর শনিবার দিবাগত রাত ১২টার পর অর্থাৎ ১৬ নভেম্বর রোববার ছয়সূতী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো: রাসেল মিয়া বাদি হয়ে ছয়সূতী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: রেনু মিয়া'কে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং- ০৯।
মামলাতে উল্লেখ করা হয়, গত ১৫ নভেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জিয়া পরিষদে আগুন ধরিয়ে দেয়।
এসময় জিয়া পরিষদের দু’চালা টিনশেড ঘর, এলইডি টিভি, নেতৃবৃন্দের ছবিসহ আসবাবপত্র ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
মামলা রুজু হওয়ার সত্যতা স্বীকার করে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো হেলাল উদ্দিন পিপিএম বলেন, জিয়া পরিষদে অগ্নিকাণ্ডের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।



