গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Mymensingh
প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া ঝাঞ্জাইলগামী বলাকা কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় ধাক্কা লেগে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হন।

লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।