জামালপুরে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের জামালপুর সদর উপজেলার জয়রামপুর এলাকায় এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, ঢাকাগামী রাজীব পরিবহনের বাসের সাথে জামালপুরগামী প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানের সংঘর্ষে অন্তত ১০ আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর দুই গাড়ির চালকসহ তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। দুর্ঘটনার পর থেকে রাস্তার যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের উভয় পাশে অর্ধশতাধিক যানবাহন আটকা পড়ে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিক বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। গুরুতর আহত তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
সূত্র : ইউএনবি