জামালপুরে বিয়ের ২৬ দিনের মাথায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিয়ের মাত্র ২৬ দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার কোনো কারণ নেই বলে জানান নিহতের বাবা।

খাদেমুল বাবুল, জামালপুর

Location :

Jamalpur
সংগৃহীত

জামালপুরের বিয়ের ২৬ দিনের মাথায় মিলি আক্তার (১৯) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) পৌরসভার মেষেরচর পশ্চিম পাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে ওই নববধূর লাশ উদ্ধার করা হয়।

নিহত মিলি ওই গ্রামের রোমান মিয়ার স্ত্রী ও কাগমারি পাড়া গ্রামের ফকির আলীর মেয়ে।

শ্বশুরবাড়ির লোকজন জানায়, বুধবার রাতে মিলি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়েন। পরে স্বামী ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডেকে দরজা ভেঙে ঘরের ধর্নার সাথে মিলিকে রশি পেঁচিয়ে ঝুলতে দেখেন।

তবে নিহতের বাবা ফকির আলীর অভিযোগ, আমার মেয়ে কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না। শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। বিয়ের মাত্র ২৬ দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার কোনো কারণ নেই।

এছাড়া নিহত মিলির পরিবারের দাবি, মিলি যদি আত্মহত্যাই করতো তাহলে পুলিশ এসে লাশ নামাতো। কিন্তু ওই পরিবারের লোকজন লাশ নামিয়ে পালিয়েছে কেন? এছাড়া মিলির মাথার বিভিন্ন অংশ এবং শরীরে আঘাতের চিহ্ন আমরা দেখেছি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ সাংবাদিকদের বলেন, ঘটনায় থানায় মামলা হয়েছে। নববধূর লাশ উদ্ধার করে জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের শাশুড়িকে আটক করা হয়েছে।