সৈয়দপুর শীতের প্রকোপ, ফুটপাতে শীতবস্ত্র বিক্রি জমজমাট

আজ সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস, সকাল ৬টায় দৃষ্টিসীমা ৫০ ডিগ্রি সেলসিয়াস।

মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী)

Location :

Nilphamari
ফুটপাতে শীতবস্ত্র বিক্রি
ফুটপাতে শীতবস্ত্র বিক্রি |নয়া দিগন্ত

নীলফামারীর সৈয়দপুরে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ফুটপাতের শীতের পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। দিনের পাশাপাশি রাতেও জমে উঠেছে কেনাবেচা। কম দামে উষ্ণ পোশাকের খোঁজে নানা শ্রেণি-পেশার মানুষ ভিড় করছেন ফুটপাতের এসব দোকানে।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে সৈয়দপুর রেললাইন ঘেষে উঠা লণ্ডা বাজারের বিভিন্ন ফুটপাত ঘুরে দেখা যায়, জ্যাকেট, সোয়েটার, হুডি ও শাল বিক্রির দোকানগুলোতে ক্রেতাদের সমাগম। অনেক দোকানি রাত গভীর হওয়া পর্যন্ত দোকান খোলা রেখে ক্রেতাদের চাহিদা পূরণ করছেন।

ফুটপাতের শীতের পোশাক বিক্রেতা চাঁন খান মনু বলেন, ‘হঠাৎ শীত বেড়ে যাওয়ায় বিক্রি ভালো হচ্ছে। সন্ধ্যার পরও ক্রেতারা আসছেন। আমার দোকানে ৩৫০ থেকে ১১০০ টাকার মধ্যে জ্যাকেট ও সোয়েটার পাওয়া যাচ্ছে। নিম্ন ও মধ্যবিত্ত মানুষজন ফুটপাত থেকেই বেশি কিনছেন।’

আরেক বিক্রেতা গোপাল জানান, অনেকেই দিনে কাজের চাপে বাজারে আসতে পারেন না। তাই রাতে ভিড় বাড়ে। শীত বাড়ার সাথে সাতে রাতের বিক্রিও বেড়েছে। ফুটপাতের দোকানে তুলনামূলক কম দামে পোশাক পাওয়া যায় বলেই ক্রেতারা আকৃষ্ট হন।

সৈয়দপুর পৌর এলাকার বাসিন্দা মিস্টার বলেন, ‘গত দুই দিন ধরে শীত বেশ তীব্র। ঘরে শিশু ও বয়স্ক মানুষ আছেন, তাই রাতেই গরম পোশাক কিনতে বের হয়েছি। ফুটপাতে দাম তুলনামূলক কম, মানও গ্রহণযোগ্য।

অন্য এক ক্রেতা জামান বলেন, আমি দিনভর কাজ করি, তাই রাতে বাজারে আসি। এখানে নানা ধরনের সোয়েটার পাওয়া যায়, দরদামও করা যায়। তবে গতকালের তুলনায় আজ দাম কিছুটা বেশি মনে হয়েছে।

স্থানীয়দের মতে, সৈয়দপুর তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াসে। হঠাৎ শীত বাড়ায় ফুটপাতের দোকানগুলোতে ক্রেতার চাপ বেড়েছে, পাশাপাশি কিছু কিছু পোশাকের দামও বেড়েছে বলে ক্রেতাদের অভিযোগ। সামনে শীত আরো বাড়লে ফুটপাতের বাজারে কেনাবেচা আরো বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এতে স্বল্প আয়ের মানুষ প্রয়োজনীয় শীতবস্ত্র কম দামে পেলেও দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়টি নজরদারির দাবি জানিয়েছেন অনেকেই।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, ‘কয়েক দিন থেকে তাপমাত্রা উঠানামা করছে। আজ সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস সকাল ৬টায় দৃষ্টিসীমা ৫০ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছেন বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

Topics