সিলেটে নিজ বাসা থেকে এক মেডিক্যাল কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার সময় জালালাবাদ থানার করেরপাড়ায় নিজ বাসা থেকে জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রিমা শর্মার লাশ উদ্ধার করে স্বজনরা।
পুলিশ জানায়, জালালাবাদের করেরপাড়া এলাকার অমৃকা রঞ্জন শর্মার মেয়ে প্রিমা শর্মাকে (২২) শনিবার সকালে নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার এসআই অনুপ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’



