জৈন্তাপুর সীমান্ত দিয়ে ৬৬ জনকে পুশ ইন

‘আটককৃতদের আইনিব্যবস্থা গ্রহণের নিমিত্তে নিকটস্থ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।’

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা

Location :

Jointapur
জৈন্তাপুর সীমান্ত দিয়ে ৬৬ জনকে পুশ ইন করেছে বিএসএফ
জৈন্তাপুর সীমান্ত দিয়ে ৬৬ জনকে পুশ ইন করেছে বিএসএফ |নয়া দিগন্ত

সিলেটের জৈন্তাপুরে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে ৬৬ জন বাংলাদেশী নাগরিককে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদিকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ছাতকে ১৬ জন বাংলাদেশী নাগরিকদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি, সিলেট ব্যাটালিটন (৪৮ বিজিবি) সূত্রে জানানো হয়, বুধবার রাত ৩টা থেকে ভোর ৪টা পর্যন্ত শ্রীপুর বিওপি কর্তৃক ৩২ জন ও মিনাটিলা বিওপি কর্তৃক ২০ জনকে অবৈধ অনুপ্রবেশের কারণে আটক করা হয়েছে।

এছাড়াও একই দিনে ৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ ছাতক উপজেলার নোয়াকোট বিওপিতে আরো ১৬ জন বাংলাদেশীকে আটক করা হয়েছে। এর পাশাপাশি জৈন্তাপুর উপজেলায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র দায়িত্বপূর্ণ জৈন্তাপুর বিওপিতে আরো ১৪ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে বুধবার সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের ছাতকে মোট ৮২ জনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করল বিজিবি।

৪৮ বিজিবি সূত্র আরো জানা যায়, বুধবার (২৮ মে) আনুমানিক রাত ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিটের ভেতরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্ত তিনটি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক কয়েকটি গ্রুপ এ মোট ৬৮ জনকে পুশ ইন করে এবং সকলেই বিজিবির টহল দল কর্তৃক আটক হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী পুশইনকৃত সকলেই বাংলাদেশী নাগরিক যারা ইতোপূর্বে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গমন করে।

এরমধ্যে সিলেট জেলার অন্তর্গত মোট ৫২ জন যার মধ্যে মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্গত ঝিংগাবাড়ি নামক স্থান হতে ছয়টি পরিবারের মোট ২০ জন আটক হন। সকলের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

এছাড়াও শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্গত জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল-সংলগ্ন এলাকা হতে পাঁচটি পরিবারের মোট ৩২ জনকে আটক করা হয়। এদের মধ্যে কুড়িগ্রামের ১৯ জন, যশোরের নয়জন, বাগেরহাটের চারজন।

এছাড়াও ছাতক উপজেলার নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্গত ছনবাড়ি নামক স্থান হতে পাঁচটি পরিবারের মোট ১৬ জনকে আটক করা হয়েছে। তাদের সকলের বাড়ি কুড়িগ্রাম জেলায়। এদিকে ৪৮ বিজিবির হাতে আটককৃতদের মধ্যে মোট পুরুষ ১৮ জন, নারী ২২ জন ও শিশু ২৮ জন রয়েছেন। এদের ভেতর কুড়িগ্রাম জেলার ৫৫ জন, যশোর নয়জন, বাগেরহাট জেলার চারজন রয়েছেন।

এদিকে, বুধবার (২৮ মে) ভোর অনুমানিক ৬টায় জৈন্তাপুর থানাধীন ২ নম্বর জৈন্তাপুর ইউপির সীমান্ত পিলার নম্বর-১২৮৬-সংলগ্ন কদমখাল এলাকা দিয়ে বিএসএফ কর্তৃক ১৪ জন বাংলাদেশী নাগরিককে পুশ ইন করা হয়। পরে তাদের ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়ন-এর অধীন জৈন্তাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা আটক করে। আটককৃত সবাই কুড়িগ্রাম জেলার। বর্তমানে তারা ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়ন-এর অধীন জৈন্তাপুর বিজিবি ক্যাম্পে আছে।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘আটককৃতদের আইনিব্যবস্থা গ্রহণের নিমিত্তে নিকটস্থ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। এ দিকে সীমান্তে সুরক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি টহল জোরদার করা হয়েছে বলে তিনি জানান।’