পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও স্মৃতিচারণ

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মো: আশরাফুল আলম খান।

পিরোজপুর প্রতিনিধি

Location :

Pirojpur Sadar
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত |নয়া দিগন্ত

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান।’

এদিন সকাল ১০টার দিকে শুরু হওয়া এ আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, চলচ্চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মো: আশরাফুল আলম খান।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম।

‎বক্তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণ করেন এবং বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে তাদের ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়।

‎এ সময় কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। দিনব্যাপী আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে।