টাঙ্গাইলের সখীপুরে বজ্রপাতে শামীম (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বৈলারপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামীম বৈলারপুর গ্রামের শরাফত মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শামীম বৃহস্পতিবার দুপুরের দিকে বাড়ির পাশে বিলে মাছ ধরতে গিয়েছিল। সেখানে বজ্রপাতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
নিহত শামীমের চাচা শাহ আলম মিয়া বলেন, বজ্রপাত হওয়ার একটু পরেই বাড়িতে খবর আসে শামীম জ্ঞান হারিয়ে ফেলেছে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার রায়হান ফকির বলেন, বজ্রপাতে আহত অবস্থায় শামীমকে হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা করে সাড়ে ৪টায় তাকে মৃত ঘোষণা করা হয়।