সিলেটের গোলাপগঞ্জে বহুল আলোচিত যুবলীগের নেতা ও সৈয়দ মিছবাহ বাহিনীর লালিত ক্যাডার মো: মছরু আহমদকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১২টায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ নিজ এলাকা থেকে তাকে আটক করেছে।
মছরু আহমদ উপজেলার গোলাপগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রনকেলী উত্তর গ্রামের ফারুক আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার রনকেলী উত্তর এলাকায় অভিযান চালিয়ে মছরু আহমদকে গ্রেফতার করেছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দায়ের করা মামলার পলাতক আসামী। এছাড়াও পুলিশের তদন্তে ক্যাডার মছরু বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন।
যুবলীগের ক্যাডার মছরুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা।