যশোর-মণিরামপুর সড়কের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মনিরামপুর কুয়াদা বাজারের সন্নিকটে জামতলা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, নগদ কোম্পানির যশোর শাখার রবিউল ইসলাম নামে এক কর্মকর্তা সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-মেট্রো-গ ১৫-৫৯-২৩ নম্বরধারী প্রাইভেটকারে টাকাগুলো নিয়ে মনিরামপুর শহর অভিমুখে আসছিলেন। পথে জামতলা মোড় নামক স্থানে পৌঁছলে মোটরসাইকেল আরোহী তিন থেকে চারজন দুর্বৃত্ত প্রাইভেটের গতি রোধ করে টাকাগুলো ছিনিয়ে নেয়। ঘটনার পর প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা তদন্তে নেমেছেন।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বাবলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ফোর্স নিয়ে তদন্তে মাঠে আছি।’