গাইবান্ধা সদর উপজেলায় অবৈধভাবে পাচারের অভিযোগে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৫০ কেজির ২০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে অবৈধভাবে সার বহন করার অপরাধে ট্রাকচালক মিন্টু মণ্ডলকে (৪০) ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) জাহাঙ্গীর আলম বাবু।
এর আগে উপজেলার খোলাহাটি ইউনিয়নের কদমতলীয় এলাকা থেকে ট্রাকবোঝাই এসব সার জব্দ করা হয়। পলাশবাড়ী ডিলারদের বরাদ্দের জন্য এসব সার অন্যত্র পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।
ট্রাকচালকের নাম মিন্টুর বাড়ি সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়াহাসপাতাল গ্রামে। তিনি ওই গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।
সূত্রে জানা যায়, গাইবান্ধার তুলশীঘাট সরকারি গুদাম থেকে ইউরিয়া সার বোঝাই একটি ট্রাক পাচার করা হচ্ছিল। পথে স্থানীয়দের সন্দেহ হলে তারা ট্রাকসহ সার গুলো আটক করে উপজেলা কৃষি বিভাগকে জানায়। পরে কৃষি বিভাগ ঘটনাস্থলে পৌছে সারগুলো জব্দ করে নিয়ে আসে।
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) জাহাঙ্গীর আলম বাবু জানান, ৫০ কেজির ২০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকচালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। কৃষি বিভাগকে সার জব্দের বিষয়টি তদন্ত করার নিদের্শ দেয়া হয়েছে।



