কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীর সামনেই এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। শনিবার (২ আগস্ট) রাতে উপজেলার ১২ মাইল এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতভর অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ বছর বয়সী ওই গৃহবধূ ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের পাশে একটি খাবার হোটেলে রান্নার কাজ করতেন। শনিবার রাত ১১টার পর কাজ শেষে তিনি স্বামীর সাথে ভ্যানযোগে কুঠিবাজারে ফিরছিলেন। পথে ১২ মাইল এলাকায় ৬-৭ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। তারা গৃহবধূর স্বামীকে বেধড়ক মারধর করে এবং তাকে কাছাকাছি একটি লিচু বাগানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
খবর পেয়ে ভেড়ামারা থানা ও ডিবি পুলিশের একটি যৌথ দল রাতভর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত পাঁচজনকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন ভেড়ামারার মসলেমপুর গ্রামের মরহুম মোজাম্মেল প্রামাণিকের ছেলে কালু প্রামাণিক (৪৬), ষোলদাগ গ্রামের মোজাম্মেল শেখের ছেলে মুর্শিদ শেখ (৪৫), মরহুম আকছেদ মণ্ডলের ছেলে টিটু ওরফে টিপু মণ্ডল (৪২), মরুহম নবী মণ্ডলের ছেলে এজাজুল (৪২) ও মরহুম হাবিবুল সরদারের ছেলে ভ্যানচালক রুবেল আলী (২৪)।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, ভিকটিমকে রাতেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।