মুলাদীতে ভাইয়ের চোখ উৎপাটনকারী প্রধান আসামি গ্রেফতার

ঘটনার তিন দিন পর সোমবার (২৫ আগস্ট) রিপন ব্যাপারীর স্ত্রী নুরজাহান বেগম বরিশাল মহানগর জজ আদালতে আটজনের বিরুদ্ধে মামলা করেন।

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)

Location :

Muladi
গ্রেফতার স্বপন ব্যাপারী
গ্রেফতার স্বপন ব্যাপারী |নয়া দিগন্ত

বরিশাল জেলার মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের সিরাজুল ইসলাম ওরফে রিপন ব্যাপারীর দুই চোখ তুলে নেয়ার ঘটনায় করা মামলায় প্রধান আসামি তার ভাই স্বপন ব্যাপারীকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার তিন দিন পর সোমবার (২৫ আগস্ট) রিপন ব্যাপারীর স্ত্রী নুরজাহান বেগম বরিশাল মহানগর জজ আদালতে আটজনের বিরুদ্ধে মামলা করেন। পরে বুধবার ভোর রাতে স্বপন ব্যাপারীকে তার শ্বশুরবাড়ি উপজেলার মসাং গ্রাম থেকে গ্রেফতার করে মুলাদী থানা পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, অপর ভাই রোকন ব্যাপারীর কাছে গচ্ছিত রাখা ৩৫ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ায় আসামিরা রিপন ব্যাপারীকে মারধর করে চোখ উপড়ে ফেলেছে বলে দাবি করেছেন রোকন ব্যাপারীর ছেলে আব্দুর রহমান।

গত ২২ আগস্ট বিকেলে রিপন ঢাকা থেকে বাড়িতে গিয়ে রোকন ব্যাপারীর কাছে গচ্ছিত টাকা ও স্বর্ণালঙ্কার চাইলে দিবেন না বলায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। রাত ১১টায় বাড়ি ফিরলে তাদের মধ্যে পুনরায় ঝগড়া হয়। এক পর্যায়ে তার বাবা আর্শেদ ব্যাপারী ক্ষিপ্ত হয়ে রিপনকে মারধর করে ও চোখ উপড়ে ফেলার নির্দেশ দেন। বাবার নির্দেশ পেয়ে রোকন ও স্বপন সহযোগীদের নিয়ে রিপনকে মারধর করে এবং দুই চোখ তুলে নিয়ে বাবার হাতে তুলে দেন।

রিপনের স্ত্রী নুরজাহান জানান, তার স্বামী ঢাকায় থাকতেন। ঢাকায় থাকা অবস্থায় রিপন ব্যাপারী বিভিন্ন সময়ে টাকা ও স্বর্ণালঙ্কার সংগ্রহ করে নিরাপদে রাখার জন্য মেজ ভাই রোকন ব্যাপারীর কাছে জমা রাখতেন। রোকন ব্যাপারী ওই টাকা দিয়ে তার দুই ছেলেকে বিদেশ পাঠায় এবং জায়গা-জমি ক্রয় করে।

প্রায় তিন মাস আগে রিপন ব্যাপারী তার ভাইয়ের কাছে গচ্ছিত টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত চাইলে রোকন ব্যাপারী ফেরত দিতে অস্বীকার করেন। এতে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে এলাকায় কয়েকবার শালিশ হয়েছে।

তিনি আরো বলেন, গচ্ছিত রাখা ৩৫ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার রোকন ব্যাপারী আত্মসাৎ করতে চেয়েছেন।

এদিকে, থানা পুলিশ সূত্রে জানা যায়, রিপনের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় চুরি ও ছিনতাইয়ের আটটি মামলা রয়েছে। এছাড়া মুলাদী থানায় হত্যা মামলাসহ তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।

এক নম্বর আসামি স্বপন ব্যাপারী গ্রেফতার হওয়ার পর মুলাদী থানায় বরিশাল জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘মামলার ১২ ঘণ্টার মধ্যে ১ নম্বর আসামি স্বপন ব্যাপারীকে গ্রেফতার করতে পেরেছি। বাকি আসামিদের ধরার জন্য কাজ চলছে।’