তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে সিলেট কেন্দ্রীয় কারাগার-১-এ ব্যতিক্রমধর্মী এক আয়োজনে মুখরিত হয়ে ওঠে কারা অভ্যন্তর। বন্দীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও বিনোদনের অংশ হিসেবে কারা কর্তৃপক্ষ আয়োজন করে এক জমজমাট ফুটবল টুর্নামেন্টের।
এ টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিআইজি প্রিজন্স মো: ছগির মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার নাহিদা পারভীন, কারাগার-২-এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার এবং সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কারাগারের জেলার মোহাম্মদ তারিকুল ইসলাম, ডেপুটি জেলার শামীমা নাসরিন তানিয়া ও মোহাম্মদ মিজানুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কারারক্ষী শাহ আলম, সোহেল রানা, সইদুল ইসলাম, প্রদীপ দাসসহ অন্যান্য কর্মকর্তারা।
পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন। তুলে দেন ট্রপি, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অব দ্য ফাইনাল। সম্মাননা ক্রেস্ট দেয়া হয় অতিথিদের।