সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজে তিন দিনব্যাপী ‘টিচিং মেথডলজি অ্যান্ড অ্যাসেসমেন্ট’ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
কলেজের মেডিক্যাল এডুকেশন ইউনিটের উদ্যোগে ২৫ মে থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ওই কর্মশালা মঙ্গলবার (২৭ মে) শেষ হয়।
কর্মশালায় মেডিক্যাল কলেজের ৩৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন প্রফেসর ডা: ওয়েছ আহমদ চৌধুরী, প্রফেসর ডা: দেওয়ান আলী হাসান চৌধুরী, প্রফেসর ডা: তহুর আব্দুল্লাহ চৌধুরী এবং প্রফেসর ডা: খন্দকার আবু তালহা।
সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের মেডিক্যাল এডুকেশন ইউনিটের সভাপতি প্রফেসর ডা: দেওয়ান আলী হাসান চৌধুরীর সভাপতিত্বে, ডা: মো: ইশফাক জামান সজীব ও ডা: ফেরদৌস মো: হুসাইনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর ডা: ফজলুর রহিম কায়সার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: শাহানা ফেরদৌস চৌধুরী, উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা: জি.এম মনিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা: ফজলুর রহিম কায়সার বলেন, ‘আদর্শ চিকিৎসক তৈরির লক্ষে উন্নত চিকিৎসা শিক্ষার কোনো বিকল্প নেই। এজন্য প্রয়োজন দক্ষতা। আর দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই। আমাদের তরুণ প্রজন্মের চিকিৎসকদের প্রয়োজনীয় জ্ঞান আহরণে প্রশিক্ষণের প্রতি জোর দিতে হবে।’
সভাপতির বক্তব্যে প্রফেসর ডা: দেওয়ান আলী হাসান চৌধুরী বলেন, ‘চিকিৎসা সেবার পাশাপাশি চিকিৎসা শিক্ষার উন্নতি এবং প্রসারের জন্য মেডিক্যাল কলেজের শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূণ।
সমাপনী অনুষ্ঠানের শেষে কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষক ও অংশগ্রহণকারী শিক্ষকদের মাঝে প্রশংসাপত্র-সনদপত্র বিতরণ করা হয়।