ফেনীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

বাসটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ফেনী মডেল থানা
ফেনী মডেল থানা |সংগৃহীত

ফেনী শহরের মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়া হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাতে পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, মহিপাল পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন স্থানে রনি-রানা পরিবহনের একটি বাস পার্কিং করা হয়। রাত ১০টার দিকে কে বা কারা বাসটিতে আগুন দেয়। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন আগুন নেভায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেছেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।