আ’লীগ নিষিদ্ধ হওয়ায় পাবিপ্রবিতে আনন্দ মিছিল

আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করায় আনন্দ মিছিল করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

বি এম মিকাইল হোসাইন, পাবিপ্রবি

Location :

Pabna
আ’লীগ নিষিদ্ধ হওয়ায় পাবিপ্রবিতে আনন্দ মিছিল
আ’লীগ নিষিদ্ধ হওয়ায় পাবিপ্রবিতে আনন্দ মিছিল |নয়া দিগন্ত

আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করায় আনন্দ মিছিল করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১০ মে) রাতে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হলে উল্লাসে ফেটে পড়েন পাবিপ্রবির শিক্ষার্থীরা। ক্যাম্পাসজুড়ে আনন্দ মিছিল বের করেন তারা।

‘স্বৈরাচারের পতন ঘটেছে’, ‘ছাত্রদের বিজয় হয়েছে’, ‘হৈ হৈ, রৈ রৈ, আওয়ামী গেলি কই’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’-এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

আনন্দ মিছিলে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মজনু আলম বলেন, ‘যে দল বছরের পর বছর দুর্নীতি, নিপীড়ন আর দমন-পীড়নের রাজনীতি করেছে, তাদের নিষিদ্ধ হওয়া ছিল সময়ের দাবি। আমরা খুশি যে আমাদের আন্দোলন সফল হয়েছে। আজ সত্যিকার অর্থে মনে হচ্ছে গণতন্ত্রের পথে আমরা এক ধাপ এগিয়েছি।’

এর আগে, শনিবার (১০ মে) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। ওই সময় তারা অন্তর্বর্তী সরকারকে চূড়ান্ত আল্টিমেটাম দিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, না হলে আন্দোলন আরো কঠোর হবে।