কুলিয়ারচরে আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় নারী নিহত

সোমবার (১২ মে) বিকেলে উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

Location :

Kuliarchar
কুলিয়ারচর থানা
কুলিয়ারচর থানা |সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় মমতা বেগম (৫৮) নামে এক রোজাদার নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১২ মে) বিকেলে উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মমতা বেগম উপজেলার উত্তর লক্ষ্মীপুর নজেরবাড়ি গ্রামের মতিউর রহমানের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে জিল্লুর রহমানও গুরুতর আহত হয়েছেন।

মমতা বেগমের ভাইয়ের ছেলে মোবারক মিয়া জানান, বিগত ৪০ বছর যাবৎ একটি জায়গা তার ফুফাত ভাইয়েরা ভোগদখল করে আসছেন। সেখানে একটি আম গাছ রয়েছে। প্রতিবছরই তারা এই গাছের ফল সংগ্রহ করে থাকেন। এবার হঠাৎ করে প্রতিবেশী ইয়াকুব আলীর ছেলে কালু মিয়া (৫৫) ও তার লোকজন আম নিতে বাধা দেন এবং গাছটি তাদের বলে দাবি করেন। গেল সোমবার বিকেলে সেই গাছ থেকে আম পাড়তে যান মমতা বেগমের ছেলে জিল্লুর রহমান। এ সময় কালু মিয়া ও তার লোকজন বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে জিল্লুর রহমানের উপর হামলা চালায় কালু মিয়া ও তার লোকজন। এ সময় জিল্লুর রহমানকে বাঁচাতে তার মা মমতা বেগম এগিয়ে এলে শাবলের আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় মমতা বেগমকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোবারক মিয়া আরো জানান, এ ঘটনায় মমতা বেগমের ছেলে জিল্লুর রহমানও গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই মো: অহিদুজ্জামান কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এতে একজন নারী নিহত হয়েছেন এবং তার ছেলে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মঙ্গলবার দিবাগত রাতে একটি মামলা রুজু হয়েছে। মামলা রুজু হওয়ার পর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রীনা আক্তার (৫০) নামে এক নারীকে গ্রেফতার করে কিশোরগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।