ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঈশ্বরগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময়

ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: সাইফুর রহমানের সাথে ঈশ্বরগঞ্জ উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Ishwarganj
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঈশ্বরগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঈশ্বরগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নবযোগদানকৃত ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: সাইফুর রহমানের সাথে ঈশ্বরগঞ্জ উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনিক প্রস্তুতি, আচরণবিধি প্রতিপালন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয়সহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জেলা প্রশাসক মো: সাইফুর রহমান তার বক্তব্যে বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তাকে পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা শৈথিল্য বরদাশত করা হবে না।’

তিনি আরো বলেন, ‘ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা ও প্রচলিত আইন যথাযথভাবে অনুসরণ করে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

এ সময় জেলা প্রশাসক নির্বাচনকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং যেকোনো অনিয়ম বা সমস্যার বিষয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেন।

মতবিনিময় সভায় ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার আগে ঈশ্বরগঞ্জ থানা ও ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক মো: সাইফুর রহমান। ওই সময় ভূমি অফিসে সেবাগ্রহীতার জন্য একটি বিশ্রামাগার, মোটরসাইকেল পার্কিং, গণশুনানি কেন্দ্র উদ্বোধন করেন ও ভূমি অফিস চত্বরে একটি কাঠবাদাম গাছ রোপন করেন।

এছাড়াও স্থানীয় খেলার মাঠে চলমান ঈশ্বরগঞ্জ সুপার লীগের জনতার ঈশ্বরগঞ্জ বনাম এনকে স্পোর্টস অ্যাকাডেমির চলমান খেলাটি উদ্বোধন করেন।