বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করা অত্যাবশ্যক।
তিনি বলেন, ‘দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও সমমনা রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে, তবে এর জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।’
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার কাওয়াক মোড়ে ৬ নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, ‘জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে এবং এমন একটি নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ও নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’
তিনি দৃঢ়তার সাথে বলেন, ‘আল্লাহর রহমতে যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় আসে, তবে আমরা একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত আধুনিক, মানবিক ও কল্যাণধর্মী ইসলামী রাষ্ট্র গড়ে তুলব। জামায়াত শাসক নয়, সেবক হিসেবে দেশের জনগণের পাশে থাকবে।’
তিনি দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক সঙ্কট উত্তরণের জন্য আলেম সমাজের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান এবং বলেন, ‘এই দেশ ইসলাম ও মুসলমানদের, তাই এই দেশের ভবিষ্যৎ গঠনে ইসলামী শক্তিগুলোর নেতৃত্ব অপরিহার্য।’
ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমান মাস্টারের সভাপতিত্বে সাধারণ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাজাহান আলী, উপজেলা জামায়াতের সাবেক আমির ডক্টর মাওলানা নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: খায়রুল ইসলাম, পৌর জামায়াত আমির আব্দুল করিমসহ স্থানীয় জামায়াত নেতারা।