পঞ্চগড়ের তেতুঁলিয়ায় সকাল ৯টায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ৭৮ ভাগ এবং বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় আট থেকে ১০ কিলোমিটার।
শুক্রবার (১২ ডিসেম্বর) জেলা আবহাওয়া পর্যবেক্ষণ অফিস এ তাপমাত্রা রেকর্ড করে।
সরেজমিনে, জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সাধারণ মানুষ গাছের পাতা, খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। রাতের বেলা গরীব অসহায় মানুষেরা চট গায়ে দিয়ে ঘুমাচ্ছেন। সবে মিলে সাধারণ মানুষ মানবেতর জীবন-যাপন করছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, গত কয়েকদিন ধরেই তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কমতে শুরু করেছে। চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের বেশিরভাগ সময়ই কুয়াশার চাদরে ঢেকে থাকার কারণে সূর্যের আলো ভূপৃষ্টে কম আসায় দিনের বেলাতেও হালকা শীত অনুভূত হচ্ছে। সন্ধার পর পরেই গ্রামের হাট বাজারে মানুষজন ফাঁকা হয়ে পড়ছে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান বলেন, সবচেয়ে বড় দায়িত্ব হলো শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে ৩০ লাখ টাকা বরাদ্ধ পাওয়া গেছে। জেলায় প্রায় আট হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আরো ৬৫ হাজার অসহায় শীতার্ত মানুষের জন্যে শীতবস্ত্র চেয়ে মন্ত্রণালয়ে বার্তা পাঠানো হয়েছে।’
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের রোকনুজ্জামান বলেন, ‘আজ শুক্রবার সকাল ৯টার সময় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে। সামনে আরো তাপমাত্রা কমে যাওয়ার সম্ভবনা রয়েছে।’



