খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বজ্রপাতে শরীফুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কবাখালিতে বাবার সাথে গরু নিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরীফুল উপজেলার কবাখালি পূর্ব হাচিনসনপুর এলাকার নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় গরু নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে শরীফুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নজরুল ইসলাম জানান, ‘আমি ছেলের সামনে ছিলাম। হঠাৎ বজ্রপাত হয়। এরপর কীভাবে কী হলো বুঝতে পারিনি। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করে।’
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রঞ্জন বড়ুয়া রাজন বলেন, শরীফুল ইসলামকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।