হাজীগঞ্জে সাপের কামড়ে নারীর মৃত্যু

শনিবার বিকেলে উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম দেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

Location :

Chandpur
প্রতীকী ছবি

চাঁদপুরের হাজীগঞ্জে বিষধর সাপের কামড়ে পারভীন বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম দেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পারভীন বেগম দেবপুর গ্রামের খান বাড়ির মিজানুর রহমান খানের স্ত্রী। তিনি ৪ ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী।

নিহতের স্বামী মিজানুর রহমান ও স্বজনরা জানায়, সকালের দিকে পারভীন বেগম গোয়াল ঘরের দিকে যাচ্ছিলেন পরিষ্কার করতে। এ সময় গোয়াল ঘরের সামনে এলে তার পায়ে কামড় দেয় সাপ। পরে পরিবারের লোকজন তাকে ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে নিহত এই নারীকে স্থানীয় ওঝা এনে ঝাড়ফুঁক করা হয়েছে বলে জানা যায়।

Topics