সাভারে ইটভাটা ভাঙ্গার প্রতিবাদ ও গুড়িয়ে দেয়া ইটভাটা সচল করার দাবিতে মালিক-শ্রমিকরা বুধবার (১৯ নভেম্বর) সকাল পৌনে ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত ২ ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের ভাঙ্গা ব্রিজ এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছে।
এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হলে প্রায় ১০ কি: মি: তীব্র যানজটের সৃষ্টি হয়। জানা যায়, সম্প্রতি সাভার উপজেলাকে ডিগ্রিডেড এয়ারশেড ঘোষণা করে পরিবেশ অধিদফতর।
পরে পরিবেশ অধিদফতর সাভার উপজেলায় বায়ু দূষণকারী অবৈধ ইটভাটা ভাঙ্গা শুরু করেন। এরই মধ্যে হেমায়েতপুরের শ্যামলাসি, কলাতিয়া বেশ কিছু ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
এর ফলে অনেক শ্রমিক বেকার হয়ে পড়েন এবং ভবিষ্যতে বাকি ইটভাটাগুলো গুড়িয়ে দেয়া হলে শ্রমিকরা আরো বেকার হয়ে পড়বেন, সে জন্য ইটভাটার মালিক ও শতশত শ্রমিক ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের সরিয়ে দিলে দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সাভার হাইওয়ে থানার উিউটি অফিসার সাজের্ন্ট জেরিন তাসনিম সুপ্তি নয়া দিগন্তকে জানান, ইটভাটার শ্রমিকরা ইটভাটাগুলো সচল করার দাবিতে মহাসড়ক অবরোধ করেন।



