সাবেক মন্ত্রী ও শিল্পপতি হারুনার রশীদ খান মুন্নুর অষ্টম মৃত্যুবার্ষিকীতে মানিকগঞ্জের গিলন্ডে অবস্থিত মুন্নু সিটিতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিভিন্ন শ্রদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে মুন্নু মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় তিন হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খান রিতা এবং মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন।
এর আগে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ। এতে আরো উপস্থিত ছিলেন মুন্নু ফেব্রিকসের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ সামিউল ইসলাম, মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ মাইমুনুল ইসলাম, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান, উপ-পরিচালক ডা. মো: জামিলুর রহমান, নার্সিং কলেজের অধ্যক্ষ বেলাতুননেছা এবং মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) জহিরুল ইসলাম।
জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।
আফরোজা খান রিতা বলেন, ‘বাবা মৃত্যুর আগের দিন পর্যন্ত গরিব মানুষের পাশে ছিলেন। আমি তার স্বপ্ন বাস্তবায়নে এ মানবিক কাজ অব্যাহত রাখছি।’