জুলাই-আগস্ট গণঅভূত্থানে শহীদদের স্মরণে গাজীপুরে বৃক্ষরোপণ

‘জুলাই-আগস্ট যোদ্ধারা ফ্যাসিবাদের কবল থেকে দেশকে রক্ষা না করলে আজও নিজ দেশে আমাদেরকে পরবাসীর মতো থাকতে হতো।’

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
জুলাই-আগস্ট গণঅভূত্থানে শহীদদের স্মরণে গাজীপুরে বৃক্ষরোপণ
জুলাই-আগস্ট গণঅভূত্থানে শহীদদের স্মরণে গাজীপুরে বৃক্ষরোপণ |নয়া দিগন্ত

গাজীপুরে ‘জুলাই-আগস্ট গণঅভূত্থান, সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক ব্যানারে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা কৃষকদল।

রোববার (২০ জুলাই) দুপুরে এ কর্মসূচি উপলক্ষে নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কৃষক দল গাজীপুর মহানগর শাখার সভাপতি মো: আতাউর রহমান। সিনিয়র সহ-সভাপতি ময়জউদ্দিন তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগর কৃষকদলের সদস্য সচিব খান জাহিদুল ইসলাম নিপু।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা মো: হান্নান মিয়া হান্নু, আ ক ম মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার, কেন্দ্রীয় মহিলা দল নেত্রী আনোয়ারা বেগম, মহানগর কৃষকদল নেতা জাকির হোসেন তারেক, জাকির হোসেন, সেলিম রেজা, জিয়াউল হক জুয়েল, সহিদুজ্জামান সরকার, জসিম উদ্দিন মায়া, দেলোয়ার হোসেন, বাবুল হোসেন, রহমত উল্লাহ, বাবুল হোসেন, সাইফুল ইসলাম আতা প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কাজী সাইয়্যেদুল আলম বাবুল বলেন, ‘জুলাই-আগস্ট যোদ্ধারা ফ্যাসিবাদের কবল থেকে দেশকে রক্ষা না করলে আজও নিজ দেশে আমাদেরকে পরবাসীর মতো থাকতে হতো। তারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিবাদমুক্ত করে স্বাধীনতাকে অর্থবহ করেছেন।’