চার দিন ধরে নিখোঁজ শিবির নেতা আসাদুল্লাহ

ট্রেনে যাওয়ার কথা থাকলেও ট্রেন মিস হওয়ায় পরে সিএনজিতে রওনা দেয়ার বিষয়টি তিনি বাবা-মাকে ফোনে জানান। তবে এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সোহাগ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা)

Location :

Gaibandha
নিখোঁজ আসাদুল্লাহ আল সাদিক
নিখোঁজ আসাদুল্লাহ আল সাদিক |নয়া দিগন্ত

বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ও ক্যাম্পাস শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতা আসাদুল্লাহ আল সাদিক (২২) চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।

‎শনিবার (২৯ নভেম্বর) সকালে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন নিখোঁজের ঘটনা নিশ্চিত করেন।

তিনি জানান, সাদিককে উদ্ধার করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজ করছে। সারাদেশের থানায় রেডিও বার্তা পাঠানো হয়েছে।

‎নিখোঁজ সাদিক গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের মতিউর রহমানের ছেলে।

‎পরিবার জানায়, গত ২৪ নভেম্বর দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হন সাদিক। ট্রেনে যাওয়ার কথা থাকলেও ট্রেন মিস হওয়ায় পরে সিএনজিতে রওনা দেয়ার বিষয়টি তিনি বাবা-মাকে ফোনে জানান। কিন্তু এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। টানা চার দিনেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

‎পরিবার ও স্বজনরা রাতভর এবং কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো তথ্য পাননি। শেষপর্যন্ত ২৬ নভেম্বর সাঘাটা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

এদিকে ছেলেকে না পেয়ে ভেঙে পড়েছেন বাবা-মা। তার বড় ভাই আব্দুল্লাহ বলেন, ‘চার দিন ধরে আমার ভায়ের কোনো সংবাদ নেই। আমরা ভীষণ উদ্বিগ্ন। কেউ তার খোঁজ পেলে দয়া করে আমাদের জানান।’

‎ওসি মনির হোসেন বলেন, ‘নিখোঁজ জিডি পাওয়ার পর থেকেই বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। সম্ভাব্য সব দিক অনুসন্ধান করা হচ্ছে। আশা করি দ্রুতই কোনো অগ্রগতি পাওয়া যাবে।’